ময়মনসিংহে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ চলছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪ অনলাইন ডেস্ক : ময়মনসিংহ-৩ আসনে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ওই আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৯৮৫। ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২টি। এ জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুল করিম বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য ১২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খবাহিনী রয়েছে। গত রোববার (০৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক ময়মনসিংহে ৯৯৯-এ খবর পেয়ে শিশু উদ্ধার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে অসহায় মানুষর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ময়মনসিংহে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ ময়মনসিংহে যৌতোকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার ময়মনসিংহে বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে সঙ্কট সমাধান ও উন্নয়ণের দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: ভোটগ্রহণ চলছেময়মনসিংহেস্থগিত হওয়া কেন্দ্রে