নতুন মন্ত্রিসভায় চার নারী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪ অনলাইন ডেস্ক : নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী আছেন। নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে দুই নারী। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আরেকজন দীপু মনি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপু মনি ১৬৫টি কেন্দ্রে এক লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দুই নারী সংসদ সদস্য। তাদের একজন হলেন রুমানা আলী। গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী। রুমানা আলী নির্বাচনে এক লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৬৭৪ ভোট। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া আরেক নারী সংসদ সদস্য হলেন, সিমিন হোসেন রিমি। গাজীপুর-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে জয়ী হন। বিজয়ী সিমিন হোসেন রিমি হচ্ছেন এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন। সিমিন ও সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। Share this:FacebookX Related posts: নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ নিজ নিজ অবস্থান থেকে মাতৃভূমির উন্নয়নে কাজ করবেন-প্রধানমন্ত্রী করোনাকালে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী শিগগিরই গ্রেফতার রিজেন্টের সাহেদ : র্যাব করোনায় মৃত্যু কমে ২, শনাক্তের হার ১.০৮ করোনা মোকাবিলায় পররাষ্ট্রমন্ত্রীর ৫ দফা সুপারিশ বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত ‘আরসা’র অস্ত্র সরবরাহকারি হোতাসহ আটক ৩ ভোট দেয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার আমরা কথা রেখেছি: শেখ হাসিনা বিএনপি নেতা আলতাফ-হাফিজসহ ৮ জনের কারাদণ্ড SHARES Matched Content জাতীয় বিষয়: চার নারীনতুন মন্ত্রিসভায়