গফরগাঁওয়ে রেলনাইনের স্লিপার খোলার সময় যুবক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নিয়ে যাওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামে এক দুস্কৃতিকারীকে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করেছে রেলের পাহারায় নিয়োজিত নিরাপত্তারক্ষি আনসার সদস্যরা। সে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, আশিকুর রহমান আশিক ঢাকা-ময়মনসিংহ রেলপথে সকাল সাড়ে ৯ টার দিকে বাসুটিয়া এলাকা থেকে রেললাইনের স্লিপার ও নাট খুলে নিয়ে যাওয়ার সময় রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের চোখে পড়ে। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে আনসার সদস্যরা তাঁকে আটক করে গফরগাঁও জি আর পি পুলিশে খবর দেয়। এসময় আশিকের কাছ থেকে ৫টি পিন উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকনের উপস্থিতিতে আশিককে জি আর পি পুলিশে সোপর্দ করা হয়। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং আনসার সদস্যদের সহযোগিতায় আটক আশিককে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করি।গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই শফিকুল ইসলাম জানান, আটক ঐ যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে ময়মনসিংহে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: গফরগাঁওয়ে ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ গফরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী-চা বিক্রেতা করোনা আক্রান্ত গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত মেয়র সুমনের সুস্থতা কামনায় দোয়া গফরগাঁওয়ে ৫টি সরকারি কার্যালয় জলাবদ্ধ ঝড়ো হাওয়ায় গফরগাঁওয়ে গাছ উপড়ে ক্ষয়ক্ষতি গফরগাঁওয়ে সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু গফরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু গৌরীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক গফরগাঁওয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোর নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: গফরগাঁওয়েযুবক আটকরেলনাইনেরস্লিপার খোলার সময়