সংবাদ সম্মেলনে কাঁদলেন রাজশাহী-৫ এর স্বতন্ত্র প্রার্থী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪ অনলাইন ডেস্ক : ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমান। এ সময় তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান। বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।ঈগল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়ী হয়েছি। আর নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন, যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।’ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবায়দুর বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তারা কক্ষের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে নিজেরা ভোট দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। তাহলে জনগণের রায় বেরিয়ে আসবে।’ নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘নৌকার সমর্থকেরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেটা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন। দয়া করে আমার ওপর আস্থা রাখা জনগণকে রক্ষা করুন। এর আগে গত বুধবার রাজশাহী-১ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, রাহেনুল হক ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এছাড়া রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ভোটে কোনো ধরনের কারচুপির প্রশ্নই ওঠে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা ২৩ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক রাজশাহী বিভাগে করোনায় নতুন আক্রান্ত ১৫৯, মৃত ৩ রাজশাহী সীমান্তে পাচারকালে ১২৬ কেজি ইলিশ জব্দ, গরিবদের মাঝে বিতরণ রাজশাহী অঞ্চলে ভর্তুকির সার বিক্রিতে নৈরাজ্য রাজশাহী মহানগর আমিরসহ ৪ জামায়াত নেতাকর্মী গ্রেফতার জমি ফেটে চৌচির, দাবদাহে পুড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকসহ আটক-২ আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ সেবা বঞ্চিত মৎস্য চাষিরা জনবল সংকটে ধুঁকছে আত্রাই উপজেলা মৎস্য অফিস SHARES Matched Content দেশের খবর বিষয়: রাজশাহীসংবাদ সম্মেলনে কাঁদলেনস্বতন্ত্র প্রার্থী