নিজেই নিজের শপথ নিলেন শিরীন শারমিন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন তিনি। বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। পরে একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। স্পিকার ড. শিরীন শারমিন শপথ বাক্য পাঠ করার পর সামনে নতুন এমপিদের সারিতে থাকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান। Share this:FacebookX Related posts: এমপি হিসেবে শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন শপথ নিলেন জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা ইসমত আরা’র বড় গুণ ছিল সততা ও দেশপ্রেম : প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছে মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট করোনার থাবায় প্রাণহানী ছাড়ালো দেড় হাজার চীন ভ্যাকসিন আবিষ্কার করলে সবার আগে বাংলাদেশে পাঠাবে উত্তর-পশ্চিমাঞ্চলে থাকবে মৃদু শৈত্যপ্রবাহ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় না করতে নির্দেশ করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুও শতাধিক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান আর নেই ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে `বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: নিজেই নিজেরশপথ নিলেনশিরীন শারমিন