উপনেতা বেগম মতিয়া চৌধুরী: ফের সংসদ নেতা শেখ হাসিনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদেরও নেতা ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়। এদিকে, সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এছাড়া, বর্তমান নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। Share this:FacebookX Related posts: ছয় দফা বাঙ্গালীর “স্বাধীনতার সনদ” : শেখ হাসিনা বিকেলে ছাত্রলীগের আলোচনা সভা, প্রধান অতিথি শেখ হাসিনা জাতির পিতার দেখানো পথেই হাঁটছি: শেখ হাসিনা সব দেশকেই দূষণ বন্ধে ভূমিকা নিতে হবে: শেখ হাসিনা বন্ধুত্ব থাকলে সব সমস্যার সমাধান সম্ভব: শেখ হাসিনা আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: শেখ হাসিনা খেলাধুলা-শরীরচর্চায় মেধার বিকাশ হয়: শেখ হাসিনা কারো কাছে মাথা নত করব না: শেখ হাসিনা কারো খবরদারির কাছে নতজানু হব না: শেখ হাসিনা ‘শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন’ আমরা কথা রেখেছি: শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা SHARES Matched Content জাতীয় বিষয়: ‘শেখ হাসিনাউপনেতাবেগম মতিয়া চৌধুরীসংসদ নেতা