শপথ নিলেন জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন। পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত সংসদ সদস্যরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন। এর আগে সকাল সোয়া ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে সোয়া ১১টায় শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। মঙ্গলবার নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। Share this:FacebookX Related posts: চট্টগ্রাম-৮ এর নবনির্বাচিত এমপি মোছলেম উদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠিত এমপি হিসেবে শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বুধবার দুর্গাপূজা উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশনা আজকের বাংলাদেশকে বিশ্বের সবাই সম্মান করে : প্রধানমন্ত্রী গত ২৪ ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৬৪৬৯ আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগুন লাগানোর প্রাকটিস বিএনপির আছে: কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: জাপারনবনির্বাচিতশপথ নিলেনসংসদ সদস্যরা