পূজার দিনে নির্বাচন: এবার আপিল বিভাগে আবেদন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন হয়েছে। আগামী রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে ওই আবেদনের ওপর শুনানি হতে পারে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে এই আবেদন করেন। সেখানে ৩০ জানুয়ারির নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে।এর আগে সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় তা পরিবর্তনের আবেদন করা হয়েছিল। আবেদনটি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সরাসরি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট।

আদালত আদেশে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ২৯ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও ২৯ তারিখ ছুটির কথা বলা আছে। আর নির্বাচন কমিশন ৩০ তারিখ ভোটের তারিখ ঘোষণা করেছে।তার দু’দিন পর (২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই, তাই আবেদনটি সরাসরি খারিজ করা হলো।উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। সেদিন সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বারবার ভোট গ্রহণের সময় পেছানোর আহ্বান জানাচ্ছে। ভোট পেছানোর জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ।