আগামীকাল শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪ অনলাইন ডেস্ক ; আগামীকাল শুক্রবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। এদিন সকাল ৮টার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন। ফলে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম বাসসকে জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৭৮ ধারায় নির্বাচনে প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অন্য কারও জনসভায় অংশ নেওয়া যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না। তিনি জানান, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তার আগের ৪৮ ঘণ্টা হিসাবে শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে। ওই সময়ের পর ভোট চেয়ে মাইকিংও করা যাবে না। এদিকে প্রচারের শেষদিকে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট চেয়েছেন। এদিকে, নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট গ্রহন বাতিল করেছে ইসি। ফলে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এবং তারা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। ইতিমধ্যেই ভোটের দিন উপলক্ষে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।বাসস Share this:FacebookX Related posts: বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু প্রধানমন্ত্রী আগামীকাল ৮ম জাতীয় পণ্য মেলার উদ্বোধন করবেন ন্যায্যমূল্যে দুধ বিক্রি নিশ্চিতের দাবি খামারিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য বিজিএমইএর ৩২ হাজার ৫৮২ শ্রমিক কাজ হারিয়েছেন সন্ধ্যায় আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার পালানোর সুযোগ নেই, সাহেদ গ্রেপ্তার হবে একনেকে ৪ প্রকল্পের অনুমোদন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছাতে পারে: শিক্ষামন্ত্রী ‘২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিকল্পনা নেওয়া হয়েছে’ ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫৭ জন শনাক্ত SHARES Matched Content জাতীয় বিষয়: আগামীকালজাতীয় সংসদ নির্বাচনেরপ্রচারণাশেষ হচ্ছে দ্বাদশ