প্রাথমিক বিদ্যালয়েও ছুটি বাড়ালো দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪ অনলাইন ডেস্ক : মাধ্যমিক বিদ্যালয়ের মতোই প্রাথমিক বিদ্যালয়েও বছরে ৭৬ দিন ছুটি রেখে তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আগের তালিকার তুলনায় ১৬ দিন ছুটি বাড়লো। প্রাথমিকে ছুটি বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা।রোববার (৩১ ডিসেম্বর) নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এ তালিকায় ২৮ ডিসেম্বর সই করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অন্য কর্মকর্তারা। আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর। অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ছুটির তালিকায় সমন্বয় করেছে। এতে আমরা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’ Share this:FacebookX Related posts: এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৫৪৪৭, বহিষ্কার ৫ চলতি বছরে কার্যকর হচ্ছে জিপিএ-৪ করোনাভাইরাস নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব একাদশের অনলাইন ক্লাসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে ডিসেম্বরে হচ্ছে না এইচএসসির ফল প্রকাশ! রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’ আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি যেভাবে চলবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস এসএসসির ফল সোমবার SHARES Matched Content জাতীয় বিষয়: ছুটি বাড়ালোপ্রাথমিক বিদ্যালয়েও