পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (২৬) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের মৃত জামির হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জুয়েল মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।