রাজশাহীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা ২৩ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মামাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতেই বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন নিহত নাজমুল হোসেনের বাবা অজিজুর রহমান। এর আগে উপজেলার সুলতানপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে ও খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাজনিন তাবাসুম বৈশাখীকে (১৫) একই এলাকার মোহাম্মদ ভোলা প্রামানিকের ছেলে সুমন আলী প্রায় রাস্তাঘাটে ইভটিজিং করতো। ঘটনাটি ছেলেটির পরিবারকে জানায় মেয়ের পরিবার। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। গত মঙ্গলবার বিকেলে পাশে ওই ছাত্রী নানার বাড়িতে যাওয়ার পথে তার পথরোধ করে অকথ্যভাষায় কথা বলে এবং ইভটিজিং করে সুমন। ওই ছাত্রী বাড়িতে গিয়ে এই ঘটনাটিও তার পরিবারের লোজনকে জানায়। বিবষয়টি সুমন আলী ও তার বাবা মোহাম্মদ ভোলাকে অবগত করা হলে ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। এক পর্যায়ে সুমন নাটোর জেলার লালপুরের মরিপুর এলাকার ১০ থেকে ১৫ জনের একটি ক্যাডার দল সাথে নিয়ে সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা শাহাজান আলীর বাড়ি ঘেরাও করে মারপিট শুরু করে। পরে ছাত্রীর মামা নাজমুল হোসেন এগিয়ে আসলে তাকে ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নাজমুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় বাঘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে বাঘা থানার (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর রাতেই নিহতের বাবা অজিজুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযোগের প্রেক্ষিতে রাতে প্রধান আসামি সুমনসহ বাকিদের ধরতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। তবে আসামিরা পালাতক থাকায় তাদেরকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অচিরে আসামিদেরকে গ্রেফতার করা হবে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক রাজশাহী বিভাগে করোনায় নতুন আক্রান্ত ১৫৯, মৃত ৩ রাজশাহী সীমান্তে পাচারকালে ১২৬ কেজি ইলিশ জব্দ, গরিবদের মাঝে বিতরণ রাজশাহী অঞ্চলে ভর্তুকির সার বিক্রিতে নৈরাজ্য সার্জেন্টের ওপর হামলার ঘটনায় মামলা গাঁজা বিক্রি ও সেবন, চাটমোহরে ছাত্রলীগের সভাপতিসহ আটক ৪ চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার নওগাঁর রাণীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০ নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা SHARES Matched Content দেশের খবর বিষয়: উত্ত্যক্তের প্রতিবাদ করায়মামলামামাকে কুপিয়ে হত্যারাজশাহী