৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩ অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানায় ইসি। এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। Share this:FacebookX Related posts: ঢাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি সাধারণ ছুটি বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি আর বাড়ছে না ‘রেড জোন’ এলাকায় থাকবে সাধারণ ছুটি ঢাকার ৪৫ এলাকা রেড জোন ঘোষণা, কাল থেকে লকডাউন হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা করোনা মোকাবিলায় আরও ২৭০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি SHARES Matched Content জাতীয় বিষয়: ৭ জানুয়ারিঘোষণাসাধারণ ছুটি