কক্সবাজারে বাস চাপায় ভাই-বোনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩ অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা হল আব্দুর রহমান (০৮) ও সাবা (০৬)। দুইজনই মালুমঘাট এলাকার বাসিন্দা। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ ইকবাল বাহার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় আব্দুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে। তারা রাস্তা পার হচ্ছে না রাস্তার পাশে ছিল তা জানা যায়নি। দূর্ঘটনার পর সকাল ৮টা থেকে ৯ টা পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। যার কারণে ঘন্টাখানেক যানজট লেগেছিল। কিন্তু পরবর্তীতে মানুষদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আর বাস ও চালককে ধরতে ব্যবস্থা নেয়া হচ্ছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বাস চাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে নিকটস্থ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গার মৃত্যু কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কক্সবাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি বাড়ি কক্সবাজারে সন্তানের সামনে স্ত্রীকে খুন,স্বামী আটক ‘কক্সবাজারে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত’ নোয়াখালীতে বাস চাপায় পথচারী নিহত নোয়াখালীতে বাস চাপায় রিকশাভ্যানের চালক নিহত ফেনীতে ২২৫ জনের শরীরে করোনা শনাক্ত রেলক্রসিংয়ে নিহত ১১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কক্সবাজারেবাস চাপায়ভাই-বোনের মৃত্যু