নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীতে ৫.৬ মাত্রার ভূকম্পনে একটি মসজিদ ও একটি আধাপাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ ডিসেম্বর )সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে মুন্সির বসত ঘরে ও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদে এই ফাটল দেখা দেয়। অপরদিকে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা মাঝারি মানের বলে জানায় নোয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আরজুল ইসলাম। সরেজমিনে দেখা গেছে, উপজেলার এয়াপুর গ্রামের আমিরুল ইসলাম মুন্সির আধাপাকা বসত ঘরের ৩-৪টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদের বাহিরে ফাটল দেখা দিয়েছে। একটি পিলারের বেশ কয়েকটি টাইলস খুলে নিচে পড়ে গেছে। ভূকম্পন অনুভূত হলে স্থানীয় বাসিন্দারা ভয়ে মসজিদে আজান দিতে থাকে। এ সময় তারা ভূকম্পন থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো নোয়াখালী কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন। উল্লেখ্য, ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন আমেরিকায় শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, নোয়াখালীতে অভিযুক্তের বাড়িতে ভাংচুর নোয়াখালীতে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি নোয়াখালীতে হাসপাতলে রোগী হত্যার অভিযোগ ম্যাটস্ শিক্ষার্থীদের নোয়াখালীতে অনির্দিষ্টকালের ইন্টার্ন বর্জনও অবস্থান ধর্মঘট নোয়াখালীতে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ২ ভবনে ফাটলনোয়াখালীতেভূমিকম্পে