ময়মনসিংহে মা ও মেয়েকে হত্যা

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী। বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটায় স্বামী শফিকুল ইসলাম শাহিন (৪৭)।

নিহতরা হলেন স্ত্রী ঝুমা আক্তার (৩৯) ও মেয়ে নাফিয়া আক্তার(১২)| এ সময় বড় মেয়ে দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। আহত বড় মেয়ে লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরির্দশন করেছেন পুলিশ । তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । ঘাতক স্বামী পলাতক রয়েছে।