কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে তরুণের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আনোয়ার হোসেন হৃদয় (২০) সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মেস্ত্রী বাড়ির মো.বাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়। নিহতের ফুফাতো ভাই চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন শামীম বলেন, সে পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়। তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ প্রথম কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫জন। Share this:FacebookX Related posts: জ্বরে আক্রান্ত তরুণের মৃত্যু কোম্পানীগঞ্জে ইউএনও’র প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম কোম্পানীগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ ৮ কোম্পানীগঞ্জে বিএনপির ৩৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু কোম্পানীগঞ্জে জ্বরে যুবকের মৃত্যু পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি বদলি কক্সবাজারে সন্তানের সামনে স্ত্রীকে খুন,স্বামী আটক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কোম্পানীগঞ্জেডেঙ্গুতেতরুণের মৃত্যু