রাসিকে হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) এক হাজার কোটি টাকার বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। মেয়র বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার সাত কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ দুই হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে এক হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।তিনি বলেন, প্রতি পাঁচ বছর পর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনও সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে। এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই। এর পাশাপাশি চিন্তা-চেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র। সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: শীত বাড়িয়েছে উত্তরের বাতাস রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আটক ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরীক্ষা কালভার্ট আছে নেই রাস্তা, জনদুর্ভোগ চরমে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে সরকার : পলক মে থেকে শুরু হবে আম পাড়া রাসিকের ১ হাজার ৭ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনগণকে এগিয়ে আসতে হবে’ পেঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধ হবে: কৃষিমন্ত্রী উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চায় সরকার – পলক SHARES Matched Content জাতীয় বিষয়: বাজেট ঘোষণারাসিকেহাজার কোটি টাকার