সংঘাত পরিহার করে রাজনৈতিক দলগুলোকে সমাধান খুঁজতে হবে: সিইসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩ সংঘাত পরিহার করে রাজনৈতিক দলগুলোকে সমাধান খুঁজতে হবে: সিইসি অনলাইন ডেস্ক : জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের সংঘাত ও সহিংসতা পরিহার করে সমাধান খুঁজতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।’ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের অন্যতম অনুষঙ্গ হলো কার্যকর প্রতিদ্বন্দ্বিতা। এজন্য কেন্দ্রে কেন্দ্রে সাহসী, সৎ, দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করতে হবে। নিজ নিজ অধিকার এবং স্বার্থরক্ষায় প্রাণান্তকর চেষ্টা আপনাদেরই (প্রার্থীদের) করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একটি অপরিহার্য অনুষঙ্গ। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে নির্বাচনী আইন ও বিধিবিধান মানতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। তিনি জানান, নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের অন্যতম অনুষঙ্গ হলো কার্যকর প্রতিদ্বন্দ্বিতা। এজন্য কেন্দ্রে কেন্দ্রে সাহসী, সৎ, দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করতে হবে। নিজ নিজ অধিকার এবং স্বার্থরক্ষায় প্রাণান্তকর চেষ্টা আপনাদেরই (প্রার্থীদের) করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একটি অপরিহার্য অনুষঙ্গ। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে নির্বাচনী আইন ও বিধিবিধান মানতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। তিনি জানান, নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। Share this:FacebookX Related posts: নির্বাচন কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকে সিইসি ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি চট্টগ্রাম সিটি নির্বাচন ‘ভালো’ হবে: সিইসি সব রাজনৈতিক দলের ঐক্যে নতুন কমিশন হওয়া উচিত : সিইসি ভোটের দিন অস্বচ্ছতার চেষ্টা হলে নির্বাচন বন্ধ: সিইসি কুসিকে শান্তিপূর্ণ নির্বাচন, ভোট পড়েছে ৬০ শতাংশ : সিইসি ইভিএম নিয়ে ঐকমত্য তৈরির অবস্থা নেই: সিইসি ইভিএম নিয়ে নতুন যে তথ্য দিলেন সিইসি কথা দিচ্ছি, নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করবো: সিইসি শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়: সিইসি বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে: সিইসি নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে যে তথ্য দিলেন সিইসি SHARES Matched Content জাতীয় বিষয়: পরিহার করেরাজনৈতিক দলগুলোকেসংঘাতসমাধান খুঁজতে হবেসিইসি