হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের মাজরাকুড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। বিকেলের মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বর্ধিত সভা জনসভায় রূপান্তরিত হয়।

সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি জুয়েল আরেং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ¦ এম সুরুজ মিয়া বলেন, এই ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত। আমি টানা ৬ বারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের সমর্থন নিয়ে। তবে কিছু কিছু নেতাকর্মীর কারণে আমরা খুব কম ব্যবধানে পাশ করি। আমি আশা করবো আগামীতে এই দলে থেকে, যারা দলের ক্ষতি করতে চাইবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার ইউনিয়নের মানুষ আগামীতে আবারো ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জুয়েল আরেং বলেন, এই ইউনিয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার ১শত কোটি টাকার বেশী উন্নয়ন করেছে। আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিয়ে আগামীতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।