শাটার ভেঙে সিসি ক্যামেরা বিকল করে ২০ লাখ টাকার স্বর্ণ চুরি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের সবচেয়ে বড় স্বর্ণের দোকান ‘নকশা জুয়েলার্সের’ শাটার ভেঙে সিসি ক্যামেরা বিকল করে ২০ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে ফুলবাড়ী বাজার কালিবাড়ি রোডে নকশা জুয়েলার্সের দোকানের তিনটি সিন্দুকের একটির তালা কেটে ২৭টি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায় চোরেরা। নকশা জুয়েলার্সের মালিক মো. আজিজুল ইসলাম বলেন, সকাল ৮টায় দোকান খুলতে এসে শাটারের লক ও তালা কাটা অবস্থায় দেখতে পাই। শাটার খুলে ভেতরে ঢুকে তিনটি সিন্দুকের একটির তালা কাটা দেখতে পাই। তাক্ষণিক থানায় ফোন দিলে পুলিশ এসে ভাঙা সিন্দুকটি খুলে দেখেন। ওই সিন্দুকে থাকা ৩৫ ভরি ওজনের ২৭টি হার চুরি করে নিয়ে যায় চোরেরা। স্বর্ণগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় সিসি ক্যামেরা চালু করতে দেখি বিকল হয়ে পড়ে আছে। স্বর্ণের দোকানে চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাজুল ইসলাম, সহ-সাধরণ সম্পাদক গৌতম দত্ত ও স্বর্ণ শিল্পী সমিতির আহ্বায়ক মো. মানিক মন্ডল। ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে চুরি যাওয়া সিন্দুক ও তার আশপাশের আলামত সংগ্রহ করেছি আমরা। দোকানের তিনটি সিন্দুকের মধ্যে দুটি অক্ষত আছে। একটির স্বর্ণ চুরি হয়েছে। ধারণা করছি আশপাশের চোর হতে পারে। পাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের লালমনিরহাটে করোনা শনাক্ত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী অবশেষে রংপুর মেডিক্যাল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ হলো পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: ২০ লাখ টাকাশাটার ভেঙেসিসি ক্যামেরা বিকলস্বর্ণ চুরি