নেত্রকোনায় ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় ১০০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লাল মিয়ার বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করে পূর্বধলা থানা পডুরিশ।

আটককৃতরা হলো, হৃদয় খান শাওন (২০), আবু তাহের মিয়া (৩২) ও রাকিব হোসেন ওরফে শরিফুল (৩২)। এদের মধ্যে হৃদয় খান শাওনের বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় ও অপর দুইজনের বাড়ি একই উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় তারা শ্যামগঞ্জগামী একটি মাইক্রোবাসে ঢাকা তল্লাশী চালিয়ে পাটের ও প্লাস্টিকের দুটি বস্তায় ১০০বোতল ভারতীয় মদসহ তিন ব্যক্তিকে আটক করে ও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসটি জব্দ করা হয়।