প্রতিদিন ৪ টি করে কাজু বাদাম খেলে যা হয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : কাজু বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ফাইবার আছে। নিয়মিত কাজু বাদাম খেলে ক্যান্সার, হৃদরোগজনিত জটিলতা, স্থূলতা এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ৪টি বা ২৮ গ্রাম কাজু বাদামে ৩ দশমিক ৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন এবং ৯ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। প্রতিদিন মাত্র ৪ টি করে কাজু বাদাম খেলে শরীরের যেসব উপকারিতা পাওয়া যায়- ১. কাজু বাদাম শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। সেই সঙ্গে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। ভাল কোলেস্টেরল বাড়লে শরীরের নানা জটিলতা বিশেষ করে হৃদরোগ , স্ট্রোক এবং ধমনী সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করা যায়। ২. কাজু বাদামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে যা চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। চুলের বৃদ্ধির জন্য এতে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কও রয়েছে। কাজু বাদামে থাকা ভিটামিন ই মানসিক চাপ কমায়। সেই সঙ্গে চুলের বৃদ্ধি ঘটায়। ৩. কাজু বাদামে উপস্থিত ভিটামিন ই এবং ম্যাঙ্গানিজ ত্বকের অকাল বার্ধক্য রোধ করে। ৪. কাজু বাদামের খোসা প্রিবায়োটিকের দারুণ উৎস যা অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া তৈরি করতে ভূমিকা রাখে। এটি হজমশক্তিও বৃদ্ধি করে। এছাড়া ভাল ব্যাকটেরিয়া যেকোন ধরণের সংক্রমণ সারাতেও দারুণ ভূমিকা রাখে। ৫. যদিও কাজু বাদামে ফ্যাট এবং ক্যালরি আছে তারপরও এটি ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, কাজু বাদাম খেলে পেট ভরা অনুভূত হয় । তখন বেশি খাওয়ার প্রবণতা কমে। ৬. গবেষণা বলছে, কাজু বাদামে থাকা ভিটামিন ই বয়সজনিত ভুলে যাওয়া রোগ প্রতিরোধ করে। এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম মস্তিষ্কের শক্তি বাড়ায়। সূত্র: এইচএইচডিরিসার্স Share this:TwitterFacebook Related posts: শরীরচর্চায় ক্যান্সার কমে : গবেষণা ভেজা চুলে ঘুমালে যেসব ক্ষতি হয় দিনে একটি পেয়ারা খেলে কী হয়? মায়ের কাছ থেকেই বুদ্ধিমত্তা পায় সন্তান : গবেষণা আইসোলেশন ও কোয়ারেন্টাইনের মধ্যে পার্থক্য কী? করোনার প্রাথমিক লক্ষণ মানুষের ঘ্রাণশক্তি চলে যায় দ্রুত ওজন কমাতে রসুন খাবেন যেভাবে একনেকে ১৩৬৩৯ কোটি খরচে ৯ প্রকল্প অনুমোদন ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : টিআইবি এসপি আপনাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে প্যারেডে অংশ নিতে ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কাজু বাদামপ্রতিদিন ৪ টি