ময়মনসিংহে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দা পাড়া থেকে ৩৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এর ধারাবাহিকতায় র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞতিতে জানান, শনিবার ((২৮ অক্টোবর) রাত্র অনুমান সাড়ে তিনটার সময় অধিনায়ক, র‌্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দা পাড়া, মোঃ দুলাল এর বসত ঘরে গাঁজা বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন জব্দ করেন এবং মাদক ব্যবসায়ী মীরকান্দা পাড়া গ্রামের আছমত আলীর পুত্র দুলালকে (৪২) গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন । মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।