হালুয়াঘাটে ভুমিহীনের নামে বন্দোবস্তকৃত জমি প্রভাবশালীর দখলে! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩ হালুয়াঘাটে ভুমিহীনের নামে বন্দোবস্তকৃত জমি প্রভাবশালীর দখলে! হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকারের দেওয়া খাস জমি বন্দোবস্তের এক দশক পরও ভূমিদস্যুদের কারণে ভোগদখল করতে পারছেন না ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকার বাসিন্দা হতদরিদ্র ভূমিহীন মোস্তফা কামাল ও তার স্ত্রী শাহিদা খাতুন। বিগত ২০১২সালের ১৮ জানুয়ারি ভূমিহীন মোস্তফা কামাল ও তার স্ত্রী শাহিদা খাতুনকে ২৫ শতক জমি বন্দোবস্ত দিয়ে ছিলেন সরকার। ওই জমিতে চাষাবাদ করে চলছিলো তাদের সংসার জীবন। কিন্তু হঠাৎ ওই জমির উপর কুদৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী পূর্ব গিলাভূই দোতলা জামে মসজিদের সভাপতি ও বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা বিষয়ক শিক্ষক ভূমিদস্যু আব্দুল জলিলের। তিনি হঠাৎ বন্দোবস্তকৃত জমি দখল করে প্রতি শনিবার বাঘাইতলা বাজারের দিন মসজিদের চাঁদা কালেকশনের নাম করে একটি জোরপূর্বক ঘর নির্মাণ করেন প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল জলিলগং। এতে হতবিহম্ভল হয়ে পড়ে অসহায় মোস্তফা দম্পত্তি। জানা যায়, ভূমি বন্দোবস্তের দলিল অনুযায়ী বাঘাইতলা মৌজার ১ নং খতিয়ানে সাবেক দাগ ১১৫২ ও হাল ১৫৫৫ দাগে ২৫ শতক জমির ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ২২৩৭(ষঢ-ষ)২০১১-১২ জমাখারিজমূলে মালিক মোস্তফা কামাল ও তার স্ত্রী শাহিদা খাতুন। ২০১২সালের ১৮ জানুয়ারি ভূমিহীন মোস্তফা কামাল ও তার স্ত্রী শাহিদা খাতুনকে ২৫ শতক জমি বন্দোবস্ত দিয়ে প্রয়োজনীয় কাগজ পত্রাদি প্রদান করেছিলেন ময়মনসিংহ-১ আসনের প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন। অথচ প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল জলিলগংরা সরকারের বন্দোবস্তের এই জমিটি জবরদখল করে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করছেন বলে ভুক্তভোগী অভিযোগ করে বলেন। ভূমিহীন মোস্তফা কামাল বলেন, ২০১২সালের ১৮ জানুয়ারি ২৫ শতক জমি বন্দোবস্ত দিয়ে সরকারের পক্ষে প্রয়োজনীয় কাগজ পত্রাদি প্রদান করেছিলেন ময়মনসিংহ-১ আসনের প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন। পূর্ব গিলাভূই দোতলা জামে মসজিদের সভাপতি ও বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা বিষয়ক শিক্ষক ভূমিদস্যু আব্দুল জলিল গংরা কয়েকজন আমার সম্পত্তি জবরদখল করে ঘর নির্মান করেছে। আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে জলিল মাস্টার। এছাড়াও আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রর্দশন করছে। আমি প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী করছি। এ বিষয়ে পূর্ব গিলাভূই দোতলা জামে মসজিদের সভাপতি ও বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা বিষয়ক শিক্ষক আব্দুল জলিল বলেন, এইটি সরকারে খাস জমি, যেখানে ঘর নির্মাণ করা হয়েছে সেখানে রাস্তা ছিল, বর্তমানে রাস্তাটি মোস্তফা কামালের জমির উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদের নামে কোন কাগজ পত্রাদি রয়েছে কিনা ? জানতে চাইলে তিনিসহ অন্যান্যরা বলেন মসজিদের নামে কোন কাগজ পত্র নেই। বন্দোবস্তকৃত সব জমিই মোস্তফার নামে। কাগজপত্রে এই সম্পত্তির বৈধ মালিক ভূমিহীন মোস্তফা ও তার স্ত্রী । তারপরও আমরা এই জমি ছাড়বনা বলে হুসিয়ারি উচ্চারণ করেন। এ বিষয়ে বাঘাইতলা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, বন্দোবস্তকৃত জমির মালিক মোস্তাফাকে নিয়ে আব্দুল জলিল গংদের সাথে সমোঝতার চেষ্টা করেছি,কিন্ত মোস্তফা আমার সিদান্ত মানলেও আব্দুল জলিল গংরা আমার সিদান্ত না মানায় আইন শৃঙ্খলার অবনতির আশংখ্যা বিদ্যমান রয়েছে। ভূমিহীনের জমি দখল করা উচিৎ নয়, এইটা সম্পূর্ণ বেআইনী বলে জানান। ্স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সুরুজ মিয়া বলেন, এর পূর্বে একটি চক্র ভূমিহীনের জমিটি বেদখল করার চেষ্টা করেছিলেন। তখন তিনি গ্রাম্য আদালতে বিচার করে নিস্পত্তি করেছিলেন। আবারো একটি চক্র ভূমিহীনের জমিটি দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। মোস্তফার উপর জুলুম করা হচ্ছে। বাঘাইতলার দুইজন শিক্ষক এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য লিপ্ত রয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান বলেন, ঘটনাটির বিষয়ে তিনি অবগত নন, ভুমিহীনের জায়গা যদি কেও জবর দখল করেন এবং তদন্তে প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা হালুয়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি দুস্থ পরিবারে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের খাবার দিলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্টা কমিটি গঠন হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, চালক আটক হালুয়াঘাটে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান রাত ৮ টার পড় বন্ধ ঘোষণা হালুয়াঘাটে ভর্তুকী মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাটে এমপির রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল হালুয়াঘাটে নানা বাড়ি বেড়াতে এসে ডুবায় পড়ে শিশুর মৃত্যু হালুয়াঘাটে বীর নিবাস পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রভাবশালীর দখলে!বন্দোবস্তকৃত জমিভুমিহীনের নামেহালুয়াঘাটে