হালুয়াঘাটে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সুষ্ঠভাবে পূজা উদযাপন করতে উপজেলার বিভিন্ন পূজামন্ডবের নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারি কমিমনার (ভূমি ) জিনিয়া জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত আবদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, আবাসিক প্রকৌশলী নিরাঞ্জন কুন্ডু, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক চয়ন কুমার সরকার,শিক্ষাবিদ হাবুল গুহ পালসহ উপজেলার পূজারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার ৬৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে শান্তিপূর্ণ্য পরিবেশে পুজা অর্চনা সমাপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তাগণ। পূজার নিরাপত্তায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যগণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। প্রতিটি মন্ডবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়।