খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে রোববার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।সরকারের সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এরই মধ্যে উনারা জেনে গেছেন। এরপরও চাইলে তাদের জানিয়ে দেওয়া হবে। তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী-এমন প্রশ্নে বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি। ভিসা নীতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতির লিস্ট আমরা পাইনি। যেগুলো হচ্ছে, আমার মনে হয় এগুলো সবই অতিরঞ্জিত এবং সত্যি ঘটনা নয় এগুলো।’ সচিবালয়ে ভিসা নীতি কাদের ওপর প্রয়োগ হচ্ছে এর কোনো তালিকা পাওয়া গেছে কি না—জানতে চাইলে তিনি এসব কথা বলেন। দেশ থেকে কেউ অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক প্রতিবেদনে এসেছে যে, পুলিশ কর্মকর্তা অনেকের বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে। সেখানে তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সে জন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। সেখানে তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই।’ বিএনপি বলেছে আগামীতে সরকার পতনের এক দফার দাবিতে অনুষ্ঠেয় কর্মসূচির অনুমতি নেবে না—এ প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এখনও বলছি, সবাইকে নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে না চললে অনিয়মের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যা করার করবে।’ Share this:FacebookX Related posts: নিজে করোনার টিকা নেয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শেষরাতে আগুন লাগার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায় যেই করুক ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী শপিংমলে কেনাকাটা সম্পর্কে যা বললেন ডিএমপি কমিশনার প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী তাপস-খোকনের দ্বন্দ্ব নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যা বললেন আইনমন্ত্রী সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি-আ.লীগের সমাবেশ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: খালেদা জিয়াকেপাঠানোরবিদেশেবিষয়েযা বললেনস্বরাষ্ট্রমন্ত্রী