পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবিকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

শিক্ষা পদক কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফারুক আলম টবিকে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো. আজাহার আলী, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আওয়ামীলীগ, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অধ্যাপক ফারুক আলম টবি। তাঁর দাদা মরহুম মোজাহারউদ্দীন হোসেন বৃহত্তর রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাষা সৈনিক ছিলেন। তাঁর বাবা মোছাদ্দেকুল আলম খোকা ভাষা সৈনিক ও বোদা উপজেলা আওয়ামীলীগের ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ছিলেন। অধ্যাপক ফারুক আলম টবি পাথরাজ সরকারি কলেজের অধ্যাপনা পেশা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ২০১৯ সাালে ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।