নাশকতা ও ভাংচুরের মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নাশকতা ও ভাংচুরের মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান গ্রেফতার

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে নাশকতা ও ভাংচুরের মামলায় গ্রেফতার করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বার) দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানার উপ-পুলিশ পরির্দশক উত্তম কুমার দাস সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ময়মনসিংহের দাপুনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তৌফিকুর রহমান ময়মনসিংহ মহানগর জামাতের শ্রম বিষয়ক সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বার সকাল আনুমানিক সারে আটার দিকে শম্ভুগঞ্জ গোল চত্বর ইউনিয়ন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর বেআইনী জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া যানবাহন ভাংচুর করে ক্ষতিসাধন করাসহ নাশকতামূলক কর্মকান্ড এর মামলায় মহানগর জামাতের শ্রম বিষয়ক সম্পাদক ও ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।

দৈনিক সময় সংবাদ

নাশকতা ও ভাংচুরের মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান গ্রেফতার


কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি বছরের গত ২১ সেপ্টেম্বার সকাল আনুমানিক সারে আটার দিকে শম্ভুগঞ্জ গোল চত্বর ইউনিয়ন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর বেআইনী জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া যানবাহন ভাংচুর করে ক্ষতিসাধন করাসহ নাশকতামূলক কর্মকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপ-পুলিশ পরির্দশক আশরাফুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৭৭। উক্ত মামলায় মহানগর জামাতের শ্রম বিষয়ক সম্পাদক ও ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত অধ্যক্ষ তৌফিকুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

জানা যায়, চলতি বছরের গত ২৬ এপ্রিল গভর্নিং বডির সভায় সর্বসন্মতিক্রমে ২ কোটি ৪২ লক্ষ ৩২ হাজার ৭শত ১৯ টাকা অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠানের সম্পদ তছরুপ, কলেজের স্বার্থপরিপন্থী কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি এমদাদুল হক (সাবেক এমপি) অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।

উল্লেখ্য যে, ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা হলেও বিগত ২০১৬ সনের ১২ এপ্রিল অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তৌফিকুর রহমান।