গৌরীপুরে চার কৃষি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
??

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসের চার কর্মকর্তাকে বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ প্রকল্পের ময়মনসিংহের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের কোঅর্ডিনেটর কৃষিবিদ মোঃ শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ ড. সাদিকুর রহমান।

যাঁদেরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মৌসুমী পাল, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, মোঃ গোলাম রব্বানী, খন্দকার আতাউর রহমান। উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে ও উপজেলা ডিকেআইবি’র সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান, ডিকেআইবি ময়মনসিংহ অঞ্চলের সভাপতি আব্দুল মান্নান সরকার, ডিকেআইবি নেত্রকোনা জেলার সভাপতি শাহজাহান কবির, উপজেলা ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার দাস প্রমুখ।