ময়মনসিংহে ৬৭ কেজি গাঁজা ও প্রাইভেটকার‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
ময়মনসিংহে ৬৭ কেজি গাঁজা ও প্রাইভেটকার‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা হতে ৬৭ কেজি গাঁজা ও ০১ টি প্রাইভেটকার‘সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় প্রেস বিজ্ঞপ্তিতে জানান,

‘‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু-ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায়, ৪ সেপ্টেম্বর বিকালে র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার কয়রা গ্রামের দেলোয়ার হোসেন এর পুত্র শহিদুল ইসলাম শহিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানার আখাউরা বৈশর গ্রামের মজিব মিয়ার পুত্র রাশেদকে আটক করেন। ধৃত আসামীদ্বয়ের কাছ থেকে সর্বমোট ৬৭ (সাতষট্টি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। যার অবৈধ বাজার মূল্য অনুমান ১০(দশ) লক্ষ ০৫(পাঁচ) হাজার টাকা এবং একটি সাদা রঙের পুরাতন প্রাইভেট কার জব্দ করেন।

দৈনিক সময় সংবাদ

ময়মনসিংহে ৬৭ কেজি গাঁজা ও প্রাইভেটকার‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ধৃত আসামীদ্বয় মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীদ্বয় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধৃত আসামীদ্বয়‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।