হালুয়াঘাটের এসিলেন্ডকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩ হালুয়াঘাটের এসিলেন্ডকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের দায়িত্বে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জনদূভোর্গ ভোগান্তি সৃষ্টির কারণে দ্রুত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্তরে সর্বস্তরের জনগণ এর আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকতা মাধ্যামে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আলম মিয়া,মোঃ জাকারিয়া, জুবায়ের হোসেন জুয়েল, কাঞ্চন মিয়া, শহীদুল ইসলাম শহীদ, শাহ আলম, সাগর , টিটু বক্তারা বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে, হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান হালুয়াঘাটে দায়িত্ব নেওয়ার পর থেকে জমি রেজিষ্ট্রি, জমি সম্পাদন, খারিজ, ডিসিআর, চেক প্রাপ্তিতে সর্বস্তরের সাধারণ জনগণ, ভূমির মালিক, জমির দাতা-গ্রহীতা চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। যথাযথ কাগজ পত্র দাখিলের পরেও সব শর্ত পূরণ করেও জমির মালিককে তিনি খারিজ দেন না এবং মাসের পর মাস অনর্থক অন্যায়ভাবে ঘুরাতে থাকেন। তার দায়িত্বে চরম স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জনদূভোর্গ সৃষ্টিতে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছেন। এতে অসহায় জিম্মি হয়ে পড়েছে হালুয়াঘাটের সর্বস্তরের জন মানুষ, কেউ জরুরী আর্থিক প্রয়োজনে ইচ্ছে করলেই জমি কেনা-বেচা করতে পারছেন না। এর প্রধান অন্তরায় হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান। হালুয়াঘাটের ইতিহাসে আর কোন দিন এরকম দায়িত্ব কান্ড জ্ঞানহীন এসিলেন্ড আসেননি। ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস সর্বস্তরের কর্মকান্ডে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে। তাই হালুয়াঘাটের সর্বস্তরের জনগণকে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা করতে এবং সকল কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে অনতি বিলম্বে এসিলেন্ড জিনিয়া জামানকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় হালুয়াঘাটের জনগণ প্রত্যাহারে দাবিতে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে সর্বস্তরের প্রায় শতাধিক জনগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের ব্যবহৃত সরকারি মুঠোফোনে একাদিকবার কল করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়িন। Share this:FacebookX Related posts: সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন হালুয়াঘাটে নারী সোর্স পরিচয়ে অপকর্ম: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হালুয়াঘাটের ব্যবসায়ীরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হালুয়াঘাটের স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ সাময়িক বরখাস্ত হানাদার মুক্ত দিবস: ৭ ডিসেম্বর হালুয়াঘাটের আকাশে উড়ে লাল সবুজের পতাকা হালুয়াঘাটের গোবরাকুড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হালুয়াঘাটের পৌর মেয়রকে হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা হালুয়াঘাটে রাস্তার নিন্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন হালুয়াঘাটের ধারা বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তিন দোকান পুড়ে ছাই বন্যহাতির আক্রমণ থেকে কৃষককে বাঁচাতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: এসিলেন্ডকেপ্রত্যাহার দাবিতেবিক্ষোভমানববন্ধনহালুয়াঘাটের