পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মো: শাহাজিদ হোসেন শানজিদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার তীর্ণইহাট ইউনিয়নের তীর্ণইহাট বাজার এলাকা থেকে ইয়াবাসহ শাহাজিদ হোসেনকে আটক করা হয়। শাহজাদি হোসেন তেঁতুলিয়া উপজেলার দগরবাড়ী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই তপন কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ তীর্ণইহাট বাজার এলাকায় অভিযন চালিয়ে মো: শাহাজিদ হোসেনকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।