মির্জাপুরে ৫ দোকানীকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ দোকানীকে মোট ৪৫ হাজার জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।

প্রতিষ্ঠানগুলো হলো, ইসলামিয়া সুইটমিট, ভাই ভাই সুইটমিট, পরিতোষ হোটেল, ঝলক সুইটমিট ও বাসনা সুইটমিট।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন জানান, পঁচা, বাসি মিষ্টি ও খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিকদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।