নেত্রকোনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পুর্বধলায় রবিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। সে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।

ঘটানাটি ঘটেছে নিহত ইদ্রিছ আলীর বাড়ীর পাশেই।

নিহতের মেয়ে মাহমুদা আক্তার পান্না জানান, দীর্ঘ দিন ধরে তার বাবা ইদ্রিস আলীর সঙ্গে সৎ চাচা আক্কাছ আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পাশেই হাটধলা সুনীল মার্কেটের টেইলার্সের কাজ করতেন তার বাবা নিহত ইদ্রিস আলী। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে এসে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাসা ফিরছিলেন।

এ সময় নিহত ইদ্রিস আলীর সৎ চাচা আক্কাছ আলী, আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান, রিফাত, আক্কাস আলী স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে পপি আক্তার, সাথে অজ্ঞাত দুই তিনজন একত্রিত হয়ে তাকে এলোপাথারি রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় নিহতের দুই পা ও একটি হাত শরীর থেকে আলাদা করে ফেলে। পরে তাকে পুর্বধলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন মিন্টু জানান, নিহত ইদ্রিস আলীর সাথে তারই সৎভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে তিনি ধারনা করেন।

পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।