শ্বশুর বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার ইকড়ী গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত জেসমিন আক্তার (৩৩) ওই গ্রামের মৃত হাসেম জোমাদ্দারের মেয়ে ও স্থানীয় ইজিবাইকচালক কবির মাতুব্বরের স্ত্রী।

জানা যায়, দুই সন্তানের জননী জেসমিন আক্তার সকালে শ্বশুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।