মাটির নিচে মিললো কোটি টাকার হেরোইন

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় মাটির নিচে পুতে রাখা প্রায় কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর রাতে উপজেলার চর আষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত তহুরুল ইসলাম (২৩) গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর এলাকার বাসিন্দা। তহুরুল ইসলাম একজন চিহ্নিত চোরাকারবারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর দিয়ারমানিকচক গ্রামের মাদক ব্যবসায়ী তহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব তহুরুলকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে তিন ফুট মাটির নীচে পোতা অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

পরে তহুরুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়াী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।