হিলিতে পেঁয়াজের দাম কমেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের পাইকারি বাজারে দেখা দিয়েছে ক্রেতা সংকট। এ কারণে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রকারভেদে কেজিতে ছয় থেকে আট টাকা কমেছে। পাশাপাশি পেঁয়াজের আমদানিও কিছুটা কমেছে। দেশের বাজারে এই নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন এই বন্দরের আমদানিকারকরা। তবে পেঁয়াজের দাম কমে এলে ক্রেতা সংকট থাকবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত ১৯ অগাস্ট থেকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শল্কারোপ করায় বাংলাদেশের আমদানিকারকরা প্রতি মেট্রিক টন পেঁয়াজের এলসিতে (ঋণপত্র) ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার পরিশোধ করতেন। নতুন নির্দেশনা অনুযায়ী, এলসি মূল্য যত টাকাই থাকুক, রপ্তানিকারকদের এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজে ২০৫ মার্কিন ডলার শুল্ক পরিশোধ করতে হবে। তবে ভারত সরকারের কোনো লিখিত নির্দেশনা পায়নি ভারতের শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। এ জন্য তারা রপ্তানিকারকদের কাছে নতুন শুল্ক আরোপের ব্যাপারে আন্ডারটেকিং নিয়ে ট্রাক পারাপারের অনুমতি দিচ্ছে। যাতে লিখিত নির্দেশনা পেলে নতুন শুল্কায়নের অর্থ সমন্বয় করতে পারে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপের ফলে বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য পাঁচ থেকে সাড়ে ছয় টাকা বেড়েছে। এরই মধ্যে ভারতীয় রপ্তানিকারকরা মুঠোফোনে জানিয়েছেন, ভারত সরকার শুল্কায়নের হার বাড়িয়েছে, সেই শুল্কায়নের হারেই রোববার থেকে ২০৫ ডলারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দরের আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, আগে ৫০ থেকে ৫৯ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন তা নেমে এসেছে ৩০ থেকে ৩৭ ট্রাকে। এতে করে কিছুটা আমদানি কমছে। রোববার সন্ধ্যায় স্থলবন্দরে ইন্দু জাতের পেঁয়াজ পাইকারীতে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ টাকা কেজি দরে। সোমবার ইন্দুর জাতের সেই পেঁয়াজ ৫৪ টাকা এবং নাসিক জাতের পেঁয়াজ ৫৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কেজি প্রতি ছয় থেকে আট টাকা কমেছে। হিলি বাজারের খুচরা পেঁয়াজের ব্যবসায়ী আবু তাহের জানান, বাজারে ভালো মানের নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয় না বললেই চলে। এর দামও বেশি। সোমবার সকাল থেকে ইন্দু জাতের নিম্নমানের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। হিলি কাষ্টমস সূত্রে জানা গেছে, গেল নয় দিনে ভারতীয় ৬৫২ ট্রাকে ১২ হাজার ৭৯৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। Share this:FacebookX Related posts: হিলিতে দাম কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা হিলিতে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম কমলো হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে হিলিতে ফের বাড়লো কাঁচা মরিচের দাম ৮০ দিন পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি ২৫০ টাকার কাঁচা মরিচ এখন ২৫ টাকা SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: দাম কমেছেপেঁয়াজেরহিলিতে