গুইমারায় জাতীয় শোক দিবস উদযাপন

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক সংগঠণ গুলো আজ সকাল ৮টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করে, দিবসটির শুরু করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে, সকাল ৯টায় দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে। সকাল ৯.১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। ৯.৩০ মিনিটে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়, এবং সকাল ১০টায় দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জাতীর এই সূর্য সন্তানের জন্ম, শৈশব, কৈশর ও ১৫আগষ্টে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসের ঘৃনিত ঘটনার বর্ণনা দেন। তারা বলেন, মুজিব শুধু একটি নাম নয়, মুজিব মানে বাংলাদেশ। মুজিব মানে ১৮কোটি বাঙালীর হৃদয়ের স্পন্দন, মুজিব মানে, একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র, একটি একটি লাল সবুজের পতাকা। কোন অপশক্তি, কোন দূর্বিত্ত এই নাম মুছে দিতে পারবেনা।

১৫আগষ্টের এই নির্লজ্জ্ব হত্যাকান্ডের পলাতক নায়কদের বিচার এই বাংলার মাটিতে হবে
ইনশাল্লাহ। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং মুজিব আদর্শে গড়ে তোলার জন্য আপামর জনসাধারণের প্রতি আহবান রেখে সভার সমাপ্তি করা হয়।