৫ দিনে অস্ট্রেলিয়ায় ৫ হাজার উট হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিউজ ডেস্কঃ পাঁচ দিনে গুলি করে ৫ হাজার উট হত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার। জানুয়ারিতেই আরও পাঁচ হাজার উট মেরে ফেলা হবে।চলতি মাসেই দেশটির দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।এরই মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করে ৫ হাজার উট হত্যা করা হয়েছে বলে কেনিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।ওই প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে গুলি করে উটগুলো হত্যা করা হয়েছে।উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে, উটগুলো স্থানীয় বাসিন্দাদের হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলেই মেরে ফেলা হয়েছে। এদিকে, এতগুলো উট একসঙ্গে মারার কারণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খুবই খরাপ্রবণ এলাকা। যে কারণে এ অঞ্চলে পানির খুব সংকট রয়েছে।বন্য এ উটগুলো খুব বেশি করে পানি খেয়ে নিচ্ছে। পানির খোঁজে তাদের বিচরণের কারণে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া মিথেন গ্যাস সৃষ্টির জন্যও দায়ী তারা।এওয়াইপির নির্বাহী বোর্ডের সদস্য মারিতা বেকার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যে অঞ্চলে থাকি সেখানে খুব গরম পড়ে। খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি। এর মধ্যে উটগুলোর উৎপাত আমাদের বিষিয়ে তুলেছে। তারা পানির জন্য ঘরবাড়িতে হানা দিচ্ছে, বেড়া ভেঙে দিচ্ছে। ক্ষেত মাড়িয়ে এসে ফসলের ক্ষতি করছে।’ Share this:TwitterFacebook Related posts: অবশেষে ধরা খেলেন নিজ সন্তানকে হত্যা করা সেই মা! চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৮ লাখ ৬১ হাজার ২৭১ জন বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে ট্যাক্স কেলেঙ্কারির যে ৫ জায়গায় ধরা ট্রাম্প পাকিস্তানের গোলায় ভারতীয় ৩ সৈন্য নিহত, আহত ৫ ১৫ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫ ১০ হাজার টাকা খরচে মাল্টা চাষে ৫ লাখ টাকা লাভের আশা ক্যামেরুনে বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা ঝড়ের কবলে ফ্রান্স হাজার হাজার পরিবার অন্ধকারে প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় মেয়েকে গুলি করে হত্যা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৫৫ দিনে অস্ট্রেলিয়ায়উটহত্যাহাজার