‘কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে’

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ে আরও জ‌ঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। মঙ্গলবার সেখানে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার রাতে সাংবাদিকদের এ কথা বলেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) খবর পেয়ে আসে।

তিনি আরও বলেন, আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে। আজ তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে। যেহেতু তারা এখানে অনেক ডাক্তার, চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দু’জন ইঞ্জিনিয়ার আছে। তাদেরকে আরও গভীর জিজ্ঞাসাবাদের প্রয়োজন। যার কারণে মঙ্গলবার সকালে ওই এলাকায় আবার অভিযান চালাবো। এখন পর্যন্ত অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু বলা যাচ্ছে না।আসাদুজ্জামান বলেন, আমাদের ধারণা এখানে বেশ কিছু ক্যারেকটার আছে। তাদের কাছে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।