লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে আটক ৬

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। জুয়া আইনে মামলা দায়েরের পর জুয়াড়িদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. সেলিম, মো. রিয়াজ, মো. রাকিব, মো. হেলাল, মো. রাসেল ও মো. রিয়াজ উদ্দিন। তারা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা।লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সামাজিক অপরাধসহ সকল ধরনের অপরাধ রোধে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব জুয়াড়িদের আটক করা হয়েছে। সে সময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে পুলিশ। তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।