রাজনগরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন বেগম (২২) ওই গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে ও আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার (২৪) স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন বছর পূর্বে শারমিন বেগমের সঙ্গে শাকিল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার সমস্যার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত কোরবানীর ঈদের আগে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে। রোববার সকালে স্বামী ও শ্বশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদেরকে ঘরে রেখে কাজের জন্য বাইরে যান। একপর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শ্বশুর ফারুক মিয়া শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল আহমেদ জানান, প্রায় সময় স্বামী শাকিল মিয়া স্ত্রীকে নির্যাতন করতেন। তাদের ঘরে শিশু জন্ম নেওয়ার পর শারমিন বেগম নির্যাতন সহ্য করেও সংসার করছিল। আমরা প্রায় সময় তাদের বিচার করতাম এবং শাকিল ও তার বাবাকে বোঝাতাম। কিন্তু শেষ পর্যন্ত স্বামী শাকিল মিয়া ও শ্বশুর ফারুক মিয়া শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করলো।ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি।
রাজনগর থানার অফিসার ইানচার্জ বিণয় ভুষণ রায় বলেন, ঘটনার ছয় ঘন্টার মধ্যে স্বামীকে আটক করা হয়েছে।শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।