বিএনপি’র সাথে জনগন নেই, তাই আন্দোলন ব্যর্থ : শাজাহান খান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বিগত দিনগুলোতে বিএনপি আন্দোলনের নামে যেভাবে মানুষ পুড়িয়ে, পিটিয়ে মেরেছে সে কথাগুলো বাংলার মানুষ এখনো ভুলে যায়নি। বিএনপি’র জ্বালাও পোড়াও রাজনীতির সাথে জনগন নেই। এ জন্যই তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। কারণ জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনেই সফল হয় না, শনিবার দুপুরে মাদারীপুর জেলা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি মাঠে যুব একতা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় একথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি। তিনি আরও বলেন, তারা বারবার বলে এই সরকার পালাবার পথ পাবে না, এটা তাদের মামু বাড়ীর আবদার, শেখ হাসিনাকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, শেখ হাসিনাকে জনগনই রক্ষা করবে। যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি মীর শাহিনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি আমান মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হায়দার হোসেন কাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। Share this:FacebookX Related posts: ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক টাস্কফোর্সের নামে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী আ.লীগের বিধানে দয়া-মায়ার লেশমাত্র নেই পুলিশি বাধায় ছাত্রদলের সমাবেশ পণ্ড খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ রিজভী আইন-শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, এমন দেশ তো চাইনি: ফখরুল মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়: ওবায়দুল কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: জনগন নেইতাই আন্দোলন ব্যর্থবিএনপির সাথেশাজাহান খান