গোয়ালন্দে হেরোইনসহ আটক ৬

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোল্লা বোর্ডিং থেকে হেরোইন ও মাদকদ্রব্য সেবনকারীসহ ছয়জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

আটককৃতরা হলো, মোঃ রাসেল শেখ (২৭), মোঃ হিরু শেখ (২৩), মোঃ জাহাঙ্গীর শেখ (৩৪), মোঃ রাসেল মোল্লা (২৬), ভাসানী মিয়া (৩০) মোঃ কালাম (৩২)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শনিবার (১২ আগষ্ট) সকাল দশটার দিকে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন মোল্লা বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করে। এসময় ৭.৫ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজকেই তাদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।