বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : বাগেরহটের শরণখোলায় একই সঙ্গে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাপিয়া বেগম (৩৫) ও তার মেয়ে সাওদা জেমীকে (৫) ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি। গুরুতর অবস্থায় মা পাপিয়াকে উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ রাত ৯টার দিকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। স্থানীয় গ্রাম পুলিশ স্বপন কুমার বালী জানান, খবর পেয়ে পাপিয়া বেগমকে তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় বাড়ির কিছু দূরে পড়ে থাকা অবস্থায় মেয়ে সাওদা জেমীর লাশ উদ্ধার করে পুলিশকে জানানো হয়। পাপিয়ার স্বামী আবু জাফর হাওলাদার কাজের সুবাদে ঢাকায় থাকেন। তার ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করে। মেয়েকে নিয়ে পাপিয়া বাড়িতে থাকতেন। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, তার ইউনিয়নের ১ নম্বর উত্তর রাজাপুর ওয়ার্ডে মা-মেয়ের জোড়া হত্যাকাণ্ডটি ঘটেছে। পারিবারিক কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, পাপিয়া বেগমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে। শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্লু পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। Share this:FacebookX Related posts: বাগেরহাটে নছিমন থেকে ছিটকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু বাগেরহাটে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে পুলিশের অভিযান শুরু বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত বাগেরহাটে দেড় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান বাগেরহাটে নতুন করে আরো ৩২ জন করোনা আক্রান্ত বাগেরহাটে তিন শতাধিক গর্ভবতী মাকে সেনাবাহিনীর বিশেষ স্বাস্থ্য সেবা বাগেরহাটে ৭ দিনের লকডাউন শুরু বাগেরহাটে গুদাম থেকে ৩৮০০লিটার সয়াবিন তেল উদ্ধার কুষ্টিয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: কুপিয়ে হত্যাবাগেরহাটেমা-মেয়েকে