খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান অবজারভারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য পরিক্ষার জন্য বুধবার গুলশান বাস ভবন থেকে বাসা থেকে রওনা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ গত ১২ জুন রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিছুটা সুস্থবোধ করায় তাকে ১৭ জুন পুনরায় বাসায় নেওয়া হয়।