খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান অবজারভারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য পরিক্ষার জন্য বুধবার গুলশান বাস ভবন থেকে বাসা থেকে রওনা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ গত ১২ জুন রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিছুটা সুস্থবোধ করায় তাকে ১৭ জুন পুনরায় বাসায় নেওয়া হয়। Share this:FacebookX Related posts: বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ মাসে একবার, জ্বর হলেই হাসপাতালে করোনায় আক্রান্ত মেয়র আতিক; স্ত্রী সহ ভর্তি হলেন হাসপাতালে রাজধানীতে করোনার টিকা দেয়া হচ্ছে যেসব হাসপাতালে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান হাসপাতালে রওশন এরশাদ খালেদা জিয়াকে বিদেশে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে ভর্তি আরও ১৫৯ ডেঙ্গু রোগী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বাঘের সংখ্যা বাড়াতে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ বৃষ্টিতে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানালো আ.লীগ হেফাজতের ৩১৩ জন অর্থদাতা চিহ্নিত SHARES Matched Content জাতীয় বিষয়: খালেদা জিয়াকেনেওয়া হচ্ছেহাসপাতালে