পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেন-রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন।

২৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রঙ্গিন বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো মনিরুল কাদের, আলহাজ্জ মো. ইউসুফ আলী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার তিনজন সেরা মৎস্যচাষিকে ক্রেস্ট দেয়া হয়।

এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বোদা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা পরিষদ চত্বর পুকুরে ১০ মণ মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।