হালুয়াঘাটে কোটি টাকার বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩
হালুয়াঘাটে কোটি টাকার বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের নাকের ডগায় জাফর আলী খান নামক ব্যক্তি পৌরশহরের প্রাণকেন্দ্র হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখল করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করেন।

উপজেলা প্রশাসন অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে পুনরায় সরকারি ভুমি দখলে নেয়। পাশাপাশি সার্ভেয়ারের মাধ্যমে ভুমির পরিমাপ করে লাল নিশান টানিয়ে সমীনা নির্ধারণ করেন। বুধবার (২৬ জুলাই) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান ও সহকারি কমিশনার (ভূমি) জিনিয়া জামান এই অভিযান পরিচালনা করে। অভিযানে হালুয়াঘাট থানা পুলিশ ও সড়ক ও জনপথ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।

জানা যায়, উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত লালু খান এর পুত্র জাফর আলী খাঁন অবৈধ ভাবে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মানের মাধ্যমে ঘরভাঁড়া দিয়ে ও রেজিষ্ট্রি বিহীন জমি বিক্রয় করে অর্থ বাণিজ্য করে আসছিলেন। সরকারি সম্পত্তি জবর দখল করায় তার একমাত্র পেশা। সম্প্রতি উপজেলার ডাকবাংলার সামনেও জমি বেদখল করে ছিলেন। পরে প্রশাসনের কর্মকর্তারা সেই গুলি গুড়িয়ে দেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা। ভূমিদস্যু জাফর আলী খাঁন উত্তর খয়রাকুড়ি মৌজার ৭৭ নং দাগের ৯০ শতাংশ ভুমি বেদখল করেন। উক্ত ভূমিটি উপজেলা প্রশাসন অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে পুনরায় সরকারি ভুমি দখলে নেয়।

এ বিষয়ে দখলকারী জাফর আলী খানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি প্রদান করেন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন । এবং সহকারি কমিশনার (ভূমি) জিনিয়া জামানসহ উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অশালিন কথাবার্তাসহ চাকরি খাওয়ার হুমকি প্রর্দশন করেন। জমিটির কোন কাগজপত্রাদি নেই বলেও উচ্চস্বরে কথা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান বলেন, অবৈধ ভাবে জমি দখলকারীর কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায় দখলকৃত সম্পত্তি বাংলাদেশ সরকারের। তাই সরকারি সম্পত্তি থেকে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলকারীদের বিরোদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।