‘নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক’ খতিয়ে দেখছে র্যাব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের যোগাযোগ খতিয়ে দেখছে র্যাব। সোমবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কেএনএফের ভেরিফাইড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কিনা বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে। সঠিকভাবে যাচাই বাচাইয়ের কাজ র্যাবের গোয়েন্দারা করছেন। যাচাই বাচাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফাইড পেইজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, এগুলো আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য, উদ্ভট ও বানোয়াট কথাবার্তা। সরকার রাজনৈতিক স্বার্থে তাদের এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে, বিরোধী দলকে ফাঁসানোর জন্য চেষ্টার করেছে। সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। জামায়াতের আমিরকে গ্রেপ্তার করে বলেছে তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে। Share this:FacebookX Related posts: দুই দেশের সম্পর্ক যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে করোনায় আজও নতুন করে আক্রান্তের কোনো খবর নেই করোনা চিকিৎসা সরঞ্জাম: দেশব্যাপী পৌঁছে দিতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট শুরু রোববার ডিএমপির ২৮ ডিসিকে বদলি রোববার বাংলার আকাশে ডানা মেলবে ‘ধ্রুবতারা’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী করোনামুক্ত বাহাউদ্দিন নাছিম বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে পিবিআইপ্রধানের মামলা নির্বাচনে ইসির নির্দেশনায় চলবে পুলিশ এলপিজি’র ১২ কেজির সিলিন্ডার এখন ১২০০ টাকা SHARES Matched Content জাতীয় বিষয়: ‘নুরের সঙ্গেকেএনএফেরখতিয়ে দেখছে র্যাবসম্পর্ক